মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বামনায় অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করতে অটো রিক্সা বিতরণ

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ
বরগুনার বামনায় নূরুল ইসলাম মনি ফাউন্ডেশন এর উদ্যোগে ২০টি অসহায় পরিবারে অটোরিক্সা বিতরণ করা হয়েছে।
বরগুনার বামনা উপজেলায় অসহায় দরিদ্র ও অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ২০ জন রিক্স চালকের মাঝে বিনামূল্যে অটো রিক্সা বিতরণ করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) নূরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী প্রোজেক্ট এর আওতায় উপজেলার সরকারী সারওয়ার জান স্কুল মাঠে দরিদ্র পরিবারে মাঝে এসব অটোরিক্সা বিতরনের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ওয়াজেদ আলীখান ডিগ্রি কলেজের এ্যঢহক কমিটির সভাপতি, উপজেলা বিএনপি এর সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেকবক আলহাজ্ব রুহুল আমিন। এছাড়া উক্ত বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি এর আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বামনা সরকারী ডিগ্রি কলেজের লেকচারার রিয়াদুল কাদের, যুগ্ম আহবাযক সালাউদ্দিন, তরুন ব্যবসায়ী তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহবায়ক গোলাম রায়হান ধলূ সহ উপজেলা বিএনপির এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য আলহাজ্ব রুহুল আমিন বলেন, নূরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী প্রোজেক্টের আওতায় আমার বামনা উপজেলা থেকে এ কার্যক্রম শুরু করেছি। আমরা ফাউন্ডেশনের আওতায় পর্যায়ক্রমে উপকূলীয় অঞ্চলের অসহায় দরিদ্র পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠিকে সাবলম্বী করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য: এ জন্য আরও বেশ কিছু উদ্যোগ গ্রহন করেছি এর মধ্যে শীতবস্ত্র বিতরন, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে সহায়তা, কৃষকদের কৃষি সংক্রান্ত উপকরন দিয়ে সহায়তা, অসহায় নারীদের জন্য সেলাই মেশিন দিয়ে সহায়তা ইত্যাদি বিষয়ে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন ৭৫ হাজার টাকা মূল্যের ২০টি অটোরিক্সা দিয়ে আমরা এ কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে এ উপজেলায় ১০০ অটো রিক্সা বিতরনের পরিকল্পনা রয়েছে আমাদের ফাউন্ডেশনের।
উপকার ভোগী রিক্সা চালক মাজেদ আলী বলেন, বহু বছর ভাড়ায় রিক্সা চালিয়ে সংসারের ভরণ-পোষণ করা ছিল দায়। অনেক কষ্ট করেছি। আর নূরুল ইসলাম ফাউন্ডেশন থেকে আমরা ২০ জন এই রিক্সা পেয়ে অনেক উপকৃত হলাম।
নূরুল ইসলাম মনি ফাউন্ডেশন উপকূলীয় অঞ্চলে বিশেষ করে বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলায় অসহায় পরিবারকে স্বাবলম্বী করার জন্য তাদের এ কার্যক্রম অব্যহত রাখবে।