নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

ছিনতাই সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সার্বিক নির্দেশনায় গত রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে আজ এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

রমনা বিভাগে আট জন, মতিঝিল বিভাগে ১৪ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ১০ জন, তেজগাঁও বিভাগে ১৯ জন, মিরপুর বিভাগে চারজন, উত্তরা বিভাগে আটজন ও গুলশান বিভাগে চারজনসহ মোট ৯৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে বিগত ২৪ ঘন্টার বিভিন্ন সময়ে উল্লিখিত থানার মোবাইল টিমসমূহ পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।