লালমনিরহাট প্রতিনিধি , আপলোডের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

আওয়ামীলীগ এর বিদ্রোহী প্রার্থীর কর্মীর উপর হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলার রহমান খোকনের কর্মীদের উপর হামলা, মটর সাইকেল ভাংচুর ও ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়ায় শুক্রবার বিকালে ঘোড়া মার্কার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ফজলার রহমান খোকন বলেন, গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচার প্রচারণা শেষে ফেরার পথে নৌকা মার্কার প্রার্থী নূরল ইসলামের লোকজন আমার কর্মীদের উপর হামলা, মটর সাইকেল ভাংচুর ও ২টি মটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করা হলেও মটর সাইকেল দুটি উদ্ধার হয়নি।

নিজেরাই তাদের নির্বাচনী অফিসে ভাংচুর চালিয়ে আমার ও আমার কর্মীদের উপর দোষ চাপাচ্ছে। মামলা করে হয়রানি করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, তার পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। তাকে নির্বাচনের মাঠ থেকে সরাতে নানামুখী ষড়যন্ত্র করছে। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।