ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাশঁহাটি এলাকায় শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার বেহেত্তরী গ্রামের আঃ মোতালিব খানের ছেলে মোঃ ইব্রাহিম খান (৪২) কে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪হাজার টাকা সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে এলাকাবাসীরা জানিয়েছেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্যে আনুমানিক ৩ লক্ষ টাকা বলে থানা পুলিশ জানায়। এব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, নান্দাইলে মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নয়। মাদকের ব্যাপারে পুলিশ জিরো ট্রলারেন্স ঘোষনা করেন।