‘নেই পাশে কেউ যার-সমাজসেবা আছে তার’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
২ জানুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী।
অনুষ্ঠানে তাড়া্ইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন বলেন, অত্র অফিস থেকে সমাজের বিভিন্ন কাজ যেমন, বয়স্ক, প্রতিবন্ধীভাতা, বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতা প্রদান করে থাকে। তাছাড়াও অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা, বিভিন্ন জনকে বিনাসুদে ঋণ প্রদান, অসুস্থদের বিনামুল্যে ঔষুধ প্রদান সহ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
তিনি আরোও বলেন, উপজেলার অনগ্রসর জনগোষ্ঠী, হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠী পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান তৈরিতে কাজ করছে উপজেলা সমাজ সেবা।
মুক্ত আড্ডায় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, তাড়াইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক, সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রউফ, সাংবাদিক রবীন্দ্র সরকার, মো. আনোয়ার হোসাইন জুয়েল, রুহুল আমিন, ওয়াসিম উদ্দিন সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সৈয়দ নাজমুস সাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল প্রমূখ।
আলোচনা সভার আগে উপজেলা প্রশাসনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়াকাথন ও মুক্ত আড্ডায় মিলিত হয়।