বরগুনার বামনায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা।
শনিবার (৪ জানুয়ারী) বিকেল ৪টায় বামনা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক, বামনা ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং এসসিয়েশনের প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক প্রেসক্লাব সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ রানা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বামনা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জেলা শহীদ জিয়া গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য মোঃ আবু নাসের সিদ্দিক গেলাম কিবরিয়া। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ শেষে সকলের পরিচয় বিনিময় হয় এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে সভায় আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে বরণ করেন বামনা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মোল্লাসহ উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নির্ঝর কান্তি বিশ্বাস ননী, সহ-সভাপতি জহিরুল ইসলাম রুমি, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু, অর্থ সম্পাদক মোঃ শাকিল আহমেদ, দম্পর সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, সমাজ কল্যান সম্পাদক সিদ্দিক মান্না, সদস্য দিপু সিকদার, রায়হান নাজির ধলু, আবু নাসের, মাসুদ রেজা ও প্রদেশ মিস্ত্রিসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
ইউএনও মোসাঃ নিকহাত আরা তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ও দেশের উপকার হয়। আমি বামনা উপজেলায় আপনাদের সহযোগিতা চাই। আপনাদের প্রয়োজনে আমি নতুন প্রজন্মকে সাথে নিয়ে আপনাদের পাশে থেকে বামনা উপজেলার উন্নয়ন কর্মকান্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করছি।
সভাশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
Print [1]