কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি কান্ট্রি টুডে ও দৈনিক সংবাদ বাংলাদেশের জুবায়ের আহমাদ জুয়েল, সদস্য সচিব সাপ্তাহিক শুরুকের মিশুক ভৌমিক ও সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক সবার খবরের সোলাইমান আহমাদ।
শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) বিকেল ৪ টায় তাড়াইল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সাবেক সভাপতি মুকুট রঞ্জন দাসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, গঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে ১জানুয়ারি ২০২৫ইং থেকে আগামী ৯০ দিনের মধ্যে প্রেসক্লাবের নির্বাচনের ব্যবস্থা করবেন।
Print [1]