বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এ পর্যন্ত ৯৮ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ২০৩ টাকার অনুদান গ্রহণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৩৮টি চেক/পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এসব অনুদান গ্রহণ করেন।
আজ এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে অষ্ট্রেলিয়ার অল ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের কাছ থেকে ১০ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেন।
এসময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অষ্ট্রেলিয়ান এলামনাই এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।
Print [1]