পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন আজ নিশ্চিত করেছেন যে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো চিঠির বিষয়ে বাংলাদেশ এখনও নয়াদিল্লি থেকে কোনো জবাব পায়নি।
আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লির ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, ‘আমিও মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি। আমরা এ বিষয়ে কী করতে পারি?’
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য পাঠানো চিঠির কোনো জবাব পাওয়া গেছে কিনা- এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা পুনরুল্লেখ করেন, ‘তাকে ফেরত আনার জন্য ভারতে পাঠানো চিঠির কোনো জবাব আমরা এখনো পাইনি।’
ঢাকা গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে তাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট, ছাত্রদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার উৎখাত হয়। এর পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন।