রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বাঙ্গরা বাজার থানা পুলিশের পৃথক অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

কুমিল্লার বাংগরা বাজার থানা পুলিশের পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ তিন জনকে গ্রেফতার করেছে।

এস আই নাহিদ হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করেন।

গতকাল বুধবার সকালে পীর কাশিমপুর টু আন্দিকুট সড়কের আকুবপুর গ্ৰামের কুদ্দুস মিয়ার বাড়ির সামনে একটি পিকআপ থেকে ৫ কেজি গাঁজাসহ ১জন এবং এক‌ই সড়কের আন্দিকুট মুকবিল মিয়ার বাড়ির রাস্তা থেকে অটোরিক্সা তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেন। আটককৃত আসামীরা হলেন: বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর গ্রামের মানিক মিয়ার ছেলে রোমান আহমেদ (২০), আন্দিকুট গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মোঙ্গল মিয়া (৫৫) এবং গাজীপুরের আব্দুর রশিদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪১)। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান জানান: পৃথক দুটি অভিযানে ৩জন মাদক ব্যবসায়ীসহ ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় দুটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।