আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ইউএনও আবুবক্কর সিদ্দিকী

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী।

১১ (জানুয়ারি) শনিবার বেলা ১১টায় তাড়াইল পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যাল মাঠে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রমান্বয়ে উপজেলার ৬টি ইউনিয়নেও ইউএনও আবুবক্কর সিদ্দিকী এসব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।

এসময় তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরাসহ সাংবাদিক ওয়াসিম উদ্দিন সোহাগ, রুহুল আমিন, আনোয়ার হোসেন জুয়েল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।