মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জে ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত জনজীবন, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ঘন কুয়াশা আর কনকনে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে হতদরিদ্ররা চরম দুর্ভোগে পড়েছেন। ঠান্ডার তীব্রতায় কাজকর্মসহ দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

শীতার্ত মানুষের এই দুর্ভোগ লাঘবে মোরেলগঞ্জ পৌরসভা মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় মোরেলগঞ্জ পৌরসভার উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকারি সহায়তা হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

মোরেলগঞ্জ পৌরসভার এই আয়োজন পরিচালিত হয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলামের তত্ত্বাবধানে। তিনি নিজে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

ইউএনও মোঃ নাজমুল ইসলাম বলেন, “বছরের শুরু থেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। পথচারী, হতদরিদ্র ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার এই উদ্যোগে শীতার্ত মানুষ অনেকটাই উপকৃত হয়েছেন। এমন মানবিক কার্যক্রম এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

উল্লেখ্য, এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে পৌরসভার কর্মকর্তারা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগের জন্য পৌরসভা এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।