নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

কার্যকর প্রেসকাউন্সিল গঠনের মাধ্যমে গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে: সংস্কার কমিশন প্রধান

গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ বলেছেন, প্রেস কাউন্সিলকে কার্যকর করতে নতুন করে কিছু ভাবতে হবে। যেখানে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ ও এটিকে সমৃদ্ধ করতে প্রেস কাউন্সিল গঠন করা হয়েছিল। কিন্তু এ প্রতিষ্ঠান পত্রিকা বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।

সেই সাথে সাধারণ মানুষ, পাঠক ও শ্রোতা সংবাদের কারণে কোনোভাবে হয়রানির শিকার হলে তারাও এখান থেকে প্রতিকার পাবে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রেস কাউন্সিল বিভিন্ন নামে রয়েছে। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে প্রেস কাউন্সিলের নামকরণ করা হবে।

এছাড়া অনেকে স্থায়ী মিডিয়া কমিশন প্রতিষ্ঠার কথা বলেছেন। এ নিয়েও আমরা ভাবছি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গণ-আন্দোলনে নিহত ৫ জন সাংবাদিকের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা আবু সাঈদের আত্মাহুতির প্রতি শ্রদ্ধা জানাই।

সেই সাথে বিগত ১৫ বছরে যে সমস্ত সাংবাদিক নির্যাতিত-নিপীড়িত হয়েছে তারা যেন ক্ষতিপূরণ পান সেটা আমরা চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান ও মোস্তফা সবুজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপস্থিত সাংবাদিকরা জানান, অবশ্যই গণমাধ্যমের নীতিমালা থাকা প্রয়োজন, দেশ স্বাধীনের পর গণমাধ্যমকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এ স্বীকৃতি দেওয়ার দাবি জানান গণমাধ্যম কর্মীরা। পত্রিকা হোক কিংবা টেলিভিশন, কর্মীদের অবশ্যই বেতন নিশ্চিত করতে হবে।

মফস্বলে যারা সাংবাদিকতা করেন, তাদের বেতন কাঠামো আওতায় আনতে হবে এমনটাই দাবি জানান গণমাধ্যম কর্মীরা।

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় রংপুর বিভাগের ১১০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

এতে আরো বক্তব্য রাখেন- রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান হাবু ও রংপুর বিভাগীয় সাংবাদিক ফোরামের সদস্য সচিব লিয়াকত আলী বাদলসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা গণমাধ্যম কর্মীরা।

সকলেরই দাবি গণমাধ্যম জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলবে, গণমাধ্যম কর্মীদের সুরক্ষা, হামলা, মামলা ও  নির্যাতন থেকে শুরু করে সব বিষয়ে কাজ করবে গণমাধ্যম মালিকরা।