পটুয়াখালী প্রতিনিধি , আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পাটুয়াখালিতে ক্যান্সার আক্রান্ত শিক্ষক নরুল আমিনের ইন্তেকাল

পটুয়াখালী দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও দশমিনা সদর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের মৃতু ইসমাইল হোসেন পঞ্চায়েতের ছেলে মো. নরুল আমিন দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় বড় ছেলের বাসায় ইন্তেকাল করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (১২ডিসেম্বর) সকাল ১০টায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গ্রস্থানে দাফন করা হবে বলে পারিবাড়িক সূত্রে জানান।

তার মৃত্যুতে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক-কর্মচারীসহ উপজেলা ছাত্রদলের শোক প্রকাশসহ পরিবারের প্রতি সমবেদনা জানান।