নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

জিয়াউর রহমান ছিলেন দুর্নীতির ঊর্ধ্বে-গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজ ক্ষণজন্মা এক মহাপুরুষের জন্মবার্ষিকী। তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। ছিলেন দুর্নীতির উর্ধে। তারমত মানুষ আর আমাদের মাঝে বার বার ফিরে আসবে না। তিনি শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে থাকবেন আমাদের মাঝে। যেখানে যাই সেখানেই যেন তাকে খুঁজে পাই। এখনো তার নামটি যেন সবার মুখে মুখে।

তিনি গতকাল রবিবার (১৯ জানুৃযারী) বিকাল ৫টায় বরগুনার বেতাগীর মোকামিয়ায় বাংলাদেশ জিয়া শিশু একাডেমি আয়োজিত বেগম খালেদা জিয়া গার্লস স্কুল এন্ড কৃষি কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে বালিকাদের ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট ‘শাপলা কুঁড়ি ট্রফি-২০২৫‘ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

বাংলাদেশ জিয়ার শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, বেতাগী উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ হুমায়ুন কবির মল্লিক, সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান ।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, স্বৈরাচারি হাসিনাকে সরাতে গণতন্ত্রের জন্য কত মায়ের সন্তান প্রাণ দিয়েছে, গুম হয়েছে। কিন্ত তাদের স্বপ্ন বাস্তবায়ন ও কোন পরিবর্তনের লক্ষ্য দেখছিনা।’

পরে প্রধান অতিথি ফুটবল খেলায় চ্যাম্পিয়ন দল পটুয়াখালী জেলা দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।‌ খেলায় রানার্স আপ হয়েছে বরিশাল জেলা দল।