রিমি কবিতা: , আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ভালবাসা এমনি হয়: রিমি কবিতা

আমি তোমাকে সমুদ্রের মতো ভালবেসেছিলাম,
তাই তুমি অতলে তলিয়ে দিয়েছো,
আমি তোমাকে ছায়ার মতো পাশে রেখেছিলাম,
দিনশেষে তাই একা করে দিয়েছো।
আমি তোমার বুকে আকাশ খুঁজেছিলাম,
তাই তুমি কান্নার বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছো;
আমি তোমার মাঝে পাহাড়ের মতো অটল নির্ভর আস্থা রেখেছিলাম,
তাই বন্ধুর পথে রক্তাক্ত করেছো।
আমি একটু আশ্রয় চেয়েছিলাম,
তাই সুনিপুণভাবে শেষ আশ্রয়টুকু কেড়ে নিয়েছো।
আমি ছোট্ট একটা ভরসা চেয়েছিলাম,
তুমি আমাকে নির্লজ্জতায় ডুবিয়ে দিয়েছো,
আমি এক চিলতে হাসি চেয়েছিলাম,
তুমি আমাকে নির্মমতায় পুড়িয়ে দিয়েছো।
আমি একটু নি:শ্বাস চেয়েছিলাম,
অথচ তুমি আমাকে শ্বাসরুদ্ধ করে ফেলেছো।
এতসব আয়োজন করেও যদি তুমি বলো ;
ভালবাসা এমনি হয়,
আমি চোখ মুদে মেনে নিয়ে ফাঁসির কাষ্ঠে হেসে উঠবো ;
আর বলবো ভালবাসা আসলে এমনি হয়!!!

রিমি কবিতা