মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

পটুয়াখালীতে তৌহিদ আফ্রিদির ছোট ভাই পরিচয় দেওয়া জুনায়েদ ইসলাম আটক!

গতকাল (২২ জানুয়ারি) রাতে পটুয়াখালী সদর থানা এলাকা থেকে জুনায়েদ ইসলামকে আটক করেছে পুলিশ। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, স্থানীয়দের নানা অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
জুনায়েদ ইসলাম নিজেকে বিভিন্ন আওয়ামী রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ ব্যক্তি এবং তৌহিদ আফ্রিদির ছোট ভাই বলে পরিচয় দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে স্থানীয়দের করা অভিযোগগুলোর মধ্যে হয়রানি,ডিজিটাল স্প্যামার সংশ্লিষ্ট বিষয় রয়েছে। এছাড়াও তার মোটরসাইকেলে পুলিশ লেখা স্টিকার সহ আটক করা হয়।
বর্তমানে জুনায়েদ ইসলামকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।