রিপোর্টারের নাম , আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

শিক্ষার্থীদের বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী

তিনি আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের ওপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার এর প্রশিক্ষণ উদ্বোধনের সময় এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন শিক্ষক এবং শিক্ষার্থী দুই দিক থেকেই আমাদের ঘাটতি রয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে তারা যেন অনুসন্ধিত্সু হয়ে ওঠে। শিক্ষার্থীদের মুখস্থনির্ভর না হয়ে বাস্তব প্রয়োগ এর দিকে আগ্রহী করে তুলতে হবে। শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য না বরং যারা শিখবে তারা প্রদর্শিত হবে তাহলেই শিক্ষাপরিপূর্ণ হবে।

এনসিটিভির নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে এতে অন্যান্যদের বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ।