টাঙ্গাইল প্রতিনিধি , আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

সখিপুরে বনবিভাগের দুইটি করাতকল উচ্ছেদ

টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতেয়া রেঞ্জের কালিদাস বিটাধীন কালিদাস বাজারে শনিবার(১১ডিসেম্বর)দুইটি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে বনবিভাগ। টাঙ্গাইল বনবিভাগের সহকারি বনসংরক্ষক মুহাম্মদ জামাল হোসেন তালুকদার এর নেতৃত্বে হতেয়া রেঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হতেয়া রেঞ্জ অফিসার আব্দুল আহাদ,কালিদাস বিট অফিসার মো.মোস্তানুর রহমান সহ অন্যান্য বিটের বিট অফিসার,বনপ্রহরীগন উপস্থিত ছিলেন। কালিদাস বিট অফিসার মো.মোস্তানুর রহমান বলেন,হাইকোর্টের নিষেধাজ্ঞা বাতিল হওয়ায় অবৈধ করাতকল উচ্ছেদ করা হচ্ছে। হতেয়া রেঞ্জ অফিসার আব্দুল আহাদ বলেন,হতেয়া রেঞ্জের আওতাধীন সকল অবৈধ করাতকল উচ্ছেদ করা হবে। টাঙ্গাইলের সহকারি বন সংরক্ষক(এসিএফ) মুহাম্মদ জামাল হোসেন তালুকদার বলেন,অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।