সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুক্রবার কুয়েত সফর করেছেন।মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্মেলনে আগামী ১৪সৌদির রাজধানীতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চতুর্থ দফায় সফরে বের হলেন সৌদির যুবরাজ।
কুয়েতের যুবরাজ শেখ মিশাল আল-জাবের আল-সাবাহ ছয় মাস আগে সৌদি আরব সফর করে আসেন।
দুই দেশের বন্ধুত্ব কে অটুট রাখতে এবং রিয়াদের অনুষ্ঠেয় জিসিসি সম্মেলনে কুয়েতের অংশগ্রহণ নিশ্চিত করতে সৌদি যুবরাজের এ সফর
শুক্রবার কুয়েত সিটিতে পৌঁছালে যুবরাজ সৌদি যুবরাজকে অভ্যর্থনা জানান। পরে তার সঙ্গে কুয়েতের আমির শেখ নাওয়াজ আল-জাবের আল-সাবাহ সাক্ষাৎ করেন।
Print [1]