বিশেষ প্রতিবেদক , আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

তারেক রহমান একজন শিশু মুক্তিযোদ্ধা -ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা  বলে উল্লেখ্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা।তেনি পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন।

আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নজরুল হামিদ মিলনায়তনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ন্যাশনাল পিপলস্ পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল সুসংগঠিত হচ্ছে। সুতরাং ওই চিন্তা করে কোন লাভ নেই।প্রতিদিন  প্রতি মুহূর্তে শত শত জিয়াউর রহমান তৈরি হচ্ছে।