কক্সবাজার প্রতিনিধি , আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

কক্সবাজার বিমানবন্দরে আটকা পড়া ৪ যাত্রী উদ্ধার

শনিবার সকাল সোয়া নয়টায় বিমানবন্দরস্হ ব্যাংকের পাশের  লিফট দিয়ে নিচে নামার সময় তারা আটকে পড়েন।পরে দশটায় তাদের উদ্ধার করা হয় তারা কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীদের ছিলেন বলে জানা গেছে।

যাত্রীরা হলেন- বিপ্লব কুমার মহজন, টুম্পা রানী বিশ্বাস, আন্তরিক মহাজন,ঈমানা মহাজন।সবাই ইউএস-বাংলা যাত্রী ছিলেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ওসিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদত হোসেন বলেন, লিফটে আটকা পড়া চার যাত্রীকে সুস্হ অবস্সহায়  উদ্ধার করা হয়।