জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার মজিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সদর বাজারের শোলাকিয়াস্থ জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক মুহাম্মাদ আলমগীর হুসাইন তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ রুকন উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকি। তিনি বলেন- “সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে জাহিলিয়াত (মুর্খতা) আর এই জাহিলিয়াতের আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায়, সাহাবাগণের অনুসৃত পথে সমাজ পরিচালনার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। ইসলাম ক্ষমতায় গেলে দেশে শান্তি বজায় থাকবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। তাই আসুন আধুনিক বিশ্বের কাছে দেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য আমরা পরীক্ষামূলক ভাবে হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিত্ব গ্রহণ করি।”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম।

উল্লেখ্য: অধিবেশন শেষে ২০২৫-২৬ইং সেশনের সভাপতি হিসেবে হাফেজ মাওলানা প্রভাষক মুহাম্মাদ আলমগীর হুসাইন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি কে.এম আনিসুজ্জামান খান, সহ-সভাপতি এবিএম ইমদাদুল্লাহ, সহ-সভাপতি মুহাম্মাদ রুকন উদ্দিন ও সেক্রেটারি হিসেবে মাওলানা নোমান আহমাদ এর নাম ঘোষণা করা হয়।