বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট : বেতাগীতে গ্রেপ্তার দুই

বরগুনার বেতাগীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালাকালে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বেতাগী থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস বি এম জিয়াউর রহমান জুয়েল (৪৫) এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল (৫০)।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের ন্যায় বেতাগী থানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে। তাঁদের আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।