নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৫৩২ জন গ্রেফতার

সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্ট মূলে মোট এক হাজার ৫৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৫১ জনকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, দেশব্যাপী যৌথবাহিনীর অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি স্টিলের চাপাতি, ২টি বার্মিজ চাকু, ১টি স্টিলের জং ধরা ছুরি এবং ১টি স্টিলের কিরিচ উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে।