জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি): , আপলোডের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় গত ২৫ শে ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম রুমানকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

সারাদেশে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযান চলছে ।

তারই ধারাবাহিকতায় গতকাল ২৫ শে ফেব্রুয়ারি বিকাল ৪ঃ০০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম রুমানকে পশ্চিমসুবিদখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মির্জাগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাহবুব আলম রুমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত। তাকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়াও তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী গাড়িবহর হামলার ও ভাঙচুর মামলার আসামি।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ বলেন, তাকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।