মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

পটুয়াখালী গলাচিপায় অবৈধ ৩ ইট ভাটায় জরিমানাসহ বন্ধের মুচলেকা

পটুয়াখালী গলাচিপায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ব্রিক ফিল্ডকে বন্ধের মুচলেকা গ্রহণসহ ১ লক্ষ্য ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা ইট ভাটার চুল্লি পানিতে ভরিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫ ) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাসিম রেজা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দাইত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান। অভিযান চলাকালে পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন। অভিযানের তিনটি অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেয় এবং কাঁচা এর ধ্বংস করে দেয়। একই সাথে ইটভাটা মালিকপক্ষ মুচ লেখা দেয় পরবর্তীতে তারা এ অবৈধ কাজে জড়াবে না।
এ সময় পটুয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী আজ ভাটাতে অভিযান পরিচালনা করা হয়ছে। জেলা প্রশাসনের সহযোগীতায় অবৈধ সকল ইটভাটায় নিয়মিত অভিযান চলমান থাকবে।

গলাচিপা উপজেলায় একত্রে যেসব ভাটায় অভিযান চালানো হয় সেগুলো হলো মেসার্স বিবিসি ব্রিকস,৫০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ব্রিকস ৪০ হাজার টাকা ও মেসার্স হাওলাদার ব্রিকস- ৫০ হাজার টাকা।