
বৈষম্য বিরোধী আন্দোলন চলা কালে ১৯ জুলাই সাভার রেডিও কলোনি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হোন আল আমিন(২১) নামের এক যুবক।উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের বন্ধু পরিচয়ে হারুন হোসেন নামে একজন শেখ হাসিনা সহ ১৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।বাদী হারুন সাভারের বক্তারপুর এলাকার বাসিন্দা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়েছে, আন্দোলনরত অবস্থা শেখ হাসিনা ও অন্যান্যদের নির্দেশে চালানো গুলিতে মৃত্যু হয় আল আমিনের।নিরাপত্তার স্বার্থে তার পরিবারের কেউ মামলা করতে সাহস পায় নি।অবশেষে ন্যান বিচার পাওয়ার আশায় নিহতের বন্ধু মামলা করেন।মামলার অন্যান্য আসামীদের মধ্যে রয়েছে, আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তার একান্ত সহকারী রাজু আহম্মেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর, শ্যালক মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার পৌরসভার সাবেক মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, তার ছেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, মেহেদী হাসান তুষার, সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন।