আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ধর্ষকের মৃত্যুদন্ড চেয়ে তাড়াইল সরকারি কলেজ ছাত্রদল শাখার মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সংহিতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা অবনতি, বিচারহীনতা ও প্রতিবাদে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখার ছাত্রদল কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ (সোমবার) তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই জুয়েল আহম্মেদ এর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি জুয়েল আহম্মেদ ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে তিনি বলেন, সকল নারী যেন নিরাপদে চলাফেরা করতে পারে, নিরাপদে ঘুমাতে পারে তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, ধর্ষণকারীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে ৩ দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে এবং ধর্ষককে মৃত্যুদন্ড দিতে হবে। তাছাড়া তারুণ্যের আইডল, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে অবহেলিত নারীদের পাশে ছাত্রদল সবসময় আছে ও থাকবে বলে আশ্বাস ব্যাক্ত করেন।

মানববন্ধনটি তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ এর সামনে থেকে তাড়াইল বাজারের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে তাড়াইল উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল মামুন, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম নিলয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইমন মিয়াসহ কলেজের ছাত্রদলের সকল নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।