নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫ , আজকের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

ঈদের আগে নতুন নোট বিনিময় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক জনসাধারণের জন্য নতুন নোট বিনিময় স্থগিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংক আজ এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, নতুন নোট সংরক্ষিত থাকা শাখাগুলো সেগুলো বিনিময় করতে পারবে না এবং নোটগুলো সংরক্ষণে রাখতে হবে।

ব্যাংকগুলোকে পুনঃপ্রচলিত নোট ব্যবহার করে সকল নগদ লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাসসের সাথে আলাপকালে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এপ্রিল-মে মাসে নতুন নকশার ব্যাংক নোট বাজারে ছাড়া হবে।

সে কারণে আগের নকশার বিদ্যমান নোটগুলো প্রত্যাহার করা হচ্ছে এবং সেগুলোর প্রচলনও স্থগিত করা হয়েছে।