নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বেক্সিমকোর বন্ধ আরও সাত কারখানার ১৬ হাজার ১৪২ শ্রমিকের পাওনা পরিশোধ

বেক্সিমকোর বন্ধ হওয়া ১৪টি কারখানার মধ্যে আজ সোমবার সাতটি পোশাক কারখানার মোট ১৬ হাজার ১৪২ জন শ্রমিকের পাওনা চূড়ান্ত পরিশোধ করা হয়েছে।

এর আগে আরও দুইটি কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের কর্তৃপক্ষ শ্রমিকদের সকল পাওনা পরিশোধ অব্যাহত রেখেছে।

কোম্পানিটি এখন পর্যন্ত নয়টি পোশাক কারখানার সকল পাওনা পরিশোধ করেছে। অবশিষ্ট কারখানার শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ পর্যায়ক্রমে চলতে থাকবে।