মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল): , আপলোডের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫ , আজকের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

শিমুলতলা বাজারে ভয়াবহ আগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতি ইউনিয়নে শিমুলতলা বাজারে অগ্নিকাণ্ডে ৩টি দোকানে কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

১২ মার্চ মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিটের সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে উপজেলার উলুহাটি শিমুলতলা বাজারে মেসার্স সালাম ট্রেডার্স নামিয় মনোহরি দোকান থকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মাঝে কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।এতে করে মেসার্স সালাম ট্রেডার্স সহ স্বপ্ন বিলাশ ষ্টোর, পুড়ে ছাই হয়েগেছে।

এছাড়াও সোহাগ মিয়ার ইলেকট্রনিক ও হার্ডওয়্যার দোকানসহ আরো দুটি দোকান থকে মালামাল বের করার সময় অনেক ক্ষতি সাধিত হয়েছে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আসে।মেসার্স সালাম ট্রেডার্সে স্বাধিকারী শফিক আহমেদ ও স্বপ্ন বিলাশ ষ্টোরের সত্বাধিকারী সুলতান মাহমুদ জানান রোজা ও আগত ঈদকে সামনে রেখে আমরা পর্যাপ্ত পরিমাণে মালামাল ক্রয় করেছিলাম।কিন্তু নিমিষেই চোখের সামনে সব স্বপ্ন আজ বিলিন হয়ে গেল।এই দোকান গুলোই ছিল আমাদের একমাত্র সম্বল দশ টাকার মালামাল ও অবশিষ্ট্য রইল না।এখন আমরা কি করব। বাজারের এই বড় দোকান গুলো পুড়ে যাওয়ায় এলাকার মানুষের মাঝে হতাশা বিরাজ করছে।উলুহাটি গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম লিটন, মোঃ গিয়াসউদ্দিন মেম্বার, মোঃ আঃ রাজ্জাক মেম্বর, ও নূরুল আমিন ভূইয়া তরুণ জানান,বাজারের এই দোকানগুলো পুড়ে যাওয়ায় এলাকার অপূরনীয় ক্ষতি হয়েছ।