
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ২০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী রমজান আলীকে (৫৬) গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ। গ্রেফতারকৃত রমজান আলী ধলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, ১৪ (মার্চ) শুক্রবার দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাড়াইল উপজেলার ধলা গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামী রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে। রমজান আলী এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিল।
তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, রমজান আলী তাড়াইল থানার তালিকাভূক্ত দাগী অপরাধী ছিল। ২০০৪ সালে তার বিরুদ্ধে তাড়াইল থানায় একটি সিধেল চুরির মামলা হয়। উক্ত মামলায় তার ৫ বছরের সাজা হলে সে সিলেট মৌলবীবাজার এলাকায় গিয়ে আত্মগোপনে ছিল। ২০ বছর আত্মগোপনে থাকা এ আসামী গত রাত বৃহস্পতিবার নিজ গ্রাম ধলায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করি। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।