
আজ ১৬ মার্চ, রবিবার, সকাল ১০:০০ টা থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফয়েজসহ আর ও অন্যদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় রাজধানীর সরকারি সাত কলেজের একটি আলাদা বিশ্ববিদ্যালয় নাম নির্ধারণ করা হয়,ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।এই নামে সরকারি সাত কলেজের কার্যক্রম পরিচালিত হবে।
এই সাতটি কলেজ গুলো হচ্ছে – ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ,কবি নজরুল সরকারি কলেজ,সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
এসব কলেজ গুলোতে প্রায় ২ লাখ শিক্ষার্থী আছে। ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকেই এই শিক্ষার্থীদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।যেমন :পরীক্ষার ফলাফল সংক্রান্ত সমস্যা, শিক্ষক সংকট, পাঠদানের সমস্যাসহ আর ও নানা রকম ইস্যুতে।এসব নিয়ে তারা অনেকবার আন্দোলন ও করেছেন। অবশেষে সরকার তাদের দাবি বাস্তবায়ন করলো।
প্রত্যাশা করা যাচ্ছে যে, এই নতুন বিশ্ববিদ্যালয়ের দারা শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার মান উন্নত হবে।