নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন বরগুনার বেতাগীর আরিফ

সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৩৪ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বরগুনা জেলার বেতাগী উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রয়াত আব্দুর রবের ছেলে অ্যাডভোকেট আরিফুর রহমান এ নিয়োগের অন্তর্ভুক্ত হয়েছেন।

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে ভারপ্রাপ্ত সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বলা হয়, ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নম্বর ৬ অব ১৯৭২)-এর ৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ৩৪ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ আগস্টের মধ্যে অ্যাটর্নি জেনারেলসহ তার কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে থাকা নিয়োগ পাওয়া সব সহকারী অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে সুপ্রিম কোর্টের ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হলো। একই দিন আরেকটি প্রজ্ঞাপনে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

গত ৫ আগস্ট প্রবল গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগ চলতে থাকে। এর পর গত ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ নিয়োগের জন্য অ্যাডভোকেট আরিফুর রহমান রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আমি আমার উপর অর্পিত দায়িত্ব সবসময় সঠিকভাবে পালন করার চেষ্টা করবো এ জন্য দেশবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করছি।