ক্রীড়া ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

সালাহর গোলে লিভারপুলের জয়, য়্যুভেন্টাসের হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর গোলে জয় তুলে নিয়েছে লিভারপুল। এছাড়াও জয় পেয়েছে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল ও লিভারপুল।

লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের সাবেক তারকা স্টিভেন জেরার্ডের অধীন অ্যাস্টন ভিলা কঠিন পরীক্ষা নিয়েছে লিভারপুলের। সালাহ, ড্যান ডাইকদের দারুণ কিছু আক্রমণ রুখে দিয়েছেন ভিলার আর্জেন্টাইন কিপার এমিলিয়ানো মার্টিনেজ। তবে ৬৭ মিনিটে নিজের আদায় করা পেনাল্টি থেকে অলরেডদের জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ।

ইংলিশ লিগে কষ্টার্জিত জয় পেয়েছে পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড খেয়ে জিমিনেজ মাঠ ছাড়লেও গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি সিটিজেনরা। তবে ম্যাচের ৬৬ মিনিটে রাহিম স্টার্লিং পেনাল্টি গোল দিয়ে ম্যানসিটির জয় নিশ্চিত করেন। তবে সহজ জয় পেয়েছে আর্সেনাল। ল্যাকাজেড, ওডেগার্ড ও গ্যাব্রিয়েলের গোলে সাউদাম্পটনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে গানাররা।

আরও পড়ুন: ম্যানইউকে জয়ে ফেরালেন রোনালদো

এদিকে ইতালিয়ান লিগে দৈন্যদশা কাটছে না য়্যুভেন্টাসের। যদিও ভেনেজিয়ার বিপক্ষে ম্যাচে ৩২ মিনিটে মোরাতার গোলে লিড নিয়েছিলো তুরিনের ক্লাবটি। কিন্তু ৫৫ মিনিটে আরমাউয়ের দুর্দান্ত গোলে ড্র আদায় করে নেয় ভেনেজিয়া। হোঁচট খেয়েছে শীর্ষ দল এসি মিলানও। ইনজুরি টাইমে ইব্রহিমোভিচের গোলে উদিনেসের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে মিলান।

তবে ড্র করলেও সিরিএর পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে এসি মিলান। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্টার মিলান। আর ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে য়্যুভেন্টাস।