সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সরকারি বাঙলা কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গৌরবময় অর্জন

আজ ১৮ই মার্চ,সরকারি বাঙলা কলেজের ২০১৯-২০ সেশন এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশ হয়।

এই ২০১৯-২০ সেশন এ মোট শিক্ষার্থী ছিল ৫০ জন।এখানে পাশের হার ১০০% এবং ফাস্ট ক্লাস ও ১০০%।মোট ফাস্ট ক্লাস প্রাপ্ত শিক্ষার্থী হলো (৩.০০+)৫০ জন।

এখানে সর্বোচ্চ মার্ক পেয়ে প্রথম হয়েছে সানজিদা শান্তা।তার প্রাপ্ত মার্ক (৩.৯২)। ২য় হয়েছে শাদমান রশিদ,তার প্রাপ্ত মার্ক ৩.৮৪।৩য় হয়েছে তাদিমনি তাবাসসুম, তার প্রাপ্ত মার্ক ৩.৬৮ এবং সর্বনিম্ন মার্ক পেয়ে ৫০ তম হয়েছে একজন। তার প্রাপ্ত মার্ক হলো (৩.০৫)।

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা খুবই আনন্দিত। তাদের এমন ফলাফল ও অর্জনে শিক্ষকগন ও গর্বিত। এমন সফলতা প্রতি বছরেই অর্জন করুক শিক্ষার্থীরা।