
কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় তাড়াইল কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১মার্চ) উপজেলা সদর বাজারের রাজদরবার রেষ্টুরেন্টে অনাড়ম্বর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ তাড়াইল উপজেলা শাখার মহাসচিব মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অব এসোসিয়েশনের (KKAB) চেয়ারম্যান মোঃ তসলিমুর রহমান খান রবিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অব এসোসিয়েশনের মহাসচিব মোঃ আনোয়ার হোসেন মেনন ও উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান রিপন, এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালকবৃন্দ।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা মাসউদুর রহমান।