জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

তাড়াইলে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মাহের রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩মার্চ) বিকেল ৫টায় উপজেলা সদর বাজারস্থ সওতুল হেরা হাফিজিয়া মাদ্রাসায় দলটির উপজেলা সভাপতি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক মুহাম্মাদ আলমগীর হুসাইন তালুকদার। তিনি বলেন- রমজান মাস হল সিয়াম সাধনার মাস, ত্যাগের মাস এবং কোরআন অবতীর্ণ হওয়ার মাস। এই মাসের পবিত্রতা রক্ষা করা সকল মুসলিম উম্মাহর জন্য দায়িত্ব ও কর্তব্য। সৃষ্টি যার আইন চলবে তার, তাই আসুন আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা এনামুল হক (বড় হুজুর), সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস.এইচ আরমান,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ক্বারী কামাল উদ্দিন খাঁ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মোঃ আমিরুল ইসলাম (প্রমুখ)