সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

সরকারি বাঙলা কলেজে ২৫ মার্চ গনহত্যা দিবস-২০২৫ পালন

আজ ২৫ মার্চ,মঙ্গলবার,সরকারি বাঙলা কলেজে গনহত্যা দিবস পালন করা হয়।এখানে ১৯৭১ এর ২৫ মার্চের গনহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া করা হয়।

এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ, প্রফেসর মো: কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ, প্রফেসর মিটুল চৌধুরী এবং শিক্ষক পরিষদ এর সম্পাদক, জনাব নাহিদা পারভিন।

এই আয়োজনে সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রফেসর শাহিনা খানম। আর ও উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের বিভিন্ন সেশন এর শিক্ষার্থীরা।

এই আলোচনা সভায় ১৯৭১ এর সেই ২৫ মার্চ কালরাত্রির কথা বলা হয়,,কিভাবে বাঙালি জাতির উপর নির্মম হত্যাকাণ্ড চালানো হয়,সাধারণ জনগণের উপর অত্যাচার চালানো হয়।

এবং মহান মুক্তিযুদ্ধের কথা বলা হয়,, বাঙালি জাতি তাদের রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছে স্বাধীনতা,আমাদের উপহার দিয়েছে এই স্বাধীন বাংলাদেশ।

২৫ মার্চের গনহত্যা এবং মহান মুক্তিযুদ্ধের এই আলোচনার মাধ্যমে অনেক শিক্ষনীয় বিষয় তুলে ধরা হয়।সব শেষে দোয়া করা হয়।