
কিশোরগঞ্জের তাড়াইলে শফিকুর রহমান ভূঁইয়া অনু ফ্যমিলি ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (২৪মার্চ) উপজেলার আকুবপুর গ্রামের প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেনের ৬জন শিক্ষার্থীর মাঝে এ বৃত্তির নগদ অর্থ তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ শরিফুল ইসলাম। এসময় প্রত্যেক শিক্ষার্থীর মাঝে ২হাজার ৫শত টাকা করে মোট ১৫হাজার টাকা বিতরণ করা হয়।
জানা যায়, গ্রামীণ জনপদের সুবিধা বঞ্চিত শিশুদের পুষ্টি ও মেধা বিকাশের লক্ষ্যে ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভূঁইয়া অনু ফ্যমিলি ফাউন্ডেশন গত ৩বছর যাবৎ এ কর্মযজ্ঞ পরিচালনা করে আসছেন।
উল্লেখ্য, বৃত্তি প্রদান শেষে প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ শরিফুল ইসলাম উক্ত ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যান কামনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Print [1]