উজ্জ্বল দাস (বরিশাল): , আপলোডের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

বিএনপির পরিচয়ে ফেসবুকে অশালিন আচরন

এ ঘটনা ঘটেছে ঝালকাঠিতে,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যান ফ্রন্ট ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক বার্থী কালীবাড়ি, গৌরনদী, বরিশাল,যাওয়ার জন্য জেলা নেতাদের সাথে  নলছিটির বিএনপির ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক ও সাংবাদিক  উজ্জল দাস তাদের সাথে যায়,পূজা শেষ করে বাড়ি আসার পথে সন্তু পাল নামের একটি আইডির ম্যাসেনজার দিয়ে উজ্জ্বল দাসকে গালি-গালাজ করেন। তার অপরাধ সে সিনিয়র নেতাদের সাথে কেন গেছে।

সিনিয়রদের সাথে ছিলো চন্দন পোদ্দার, সিনিয়র সহসভাপতি, সদর উপজেলা, বিষ্ণু চন্দ্র ধর,সহসভাপতি, শহর কমিটি, অসীম রায় স্যার সভাপতি কেন্দ্রীয় কালীবাড়ি,ঝালকাঠি, গৌতম সরকার বাবু,সভাপতি, সিটি পার্ক সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,ঔ নেশাখোর সন্তুুপাল একজন ভদ্রলোক অসীম রায়কেও  তাকেও সশরীরে হুমকি প্রদান করে,প্রশাসন ও জাতীয়তাবাদী দল বিএনপির কাছে সাংবাদিক উজ্জ্বল দাস,এর সুস্ঠু বিচার চায় যাহাতে ধর্মীয় প্রতিষ্ঠানে গেলেও নিরাপত্তা পায় না,কিছু খারাপ মানুষের হাত থেকে।