সুমাইয়া আক্তার মীম : , আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সরকারি বাঙলা কলেজে বাংলা নববর্ষ উদযাপন

সুমাইয়া আক্তার (মীম)

আজ ১৪ই এপ্রিল, সোমবার,সরকারি বাঙলা কলেজে ১লা বৈশাখ-১৪৩২,বাংলা নববর্ষ উদযাপন করা হয়। সরকারি বাঙলা কলেজের বটমূল চত্ত্বরে এই আয়োজন করা হয়।

আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এই আয়োজন শুরু করা হয়।এখানে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মো:কামরুল হাসান, উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী এবং শিক্ষক পরিষদ এর সম্পাদক, জনাব নাহিদা পারভিন।

আর ও উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

আনন্দ শোভাযাত্রা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।এখানে নাচ, গান ও কবিতা পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানটি খুবই জাক জমক পুর্ন হয়ে ওঠে।বিশেষ করে ছোটদের নাচ যেখানে সকলের ড্রেসকোড ছিল লাল এবং সাদা।এসবের মাধ্যমে ১লা বৈশাখ-১৪৩২ খুবই সুন্দর ভাবে পালন করা হয়।