মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল): , আপলোডের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নান্দাইলে যুগের হাওরে সেই স্থানে সতর্কবাণী সাইনবোর্ড দিলেন উপজেলা প্রশাসন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ময়মনসিংহ ত্রিশাল তাড়াইল ( এম টি টি৷) রোডে নান্দাইল চৌরাস্তা হইতে তাড়াইল পর্যন্ত ১৬ কিমি যুগের হাওর নামক স্থানে এক শ্রেণি অসাধু হেচারি ব্যবসায়ী দীর্ঘ দিন যাবত রাস্তার উত্তরে সরকারি জায়গায়তে নিজের ইচ্ছে মত ইট সিমেন্ট দিয়ে বাংকার তৈরী করে পচা ডিম , হাসের বাচ্চা ফোটানো ডিমের খোলস সহ আবর্জনা নির্বিঘ্নে ফেলে আসছে। বিভিন্ন সময় স্থানীয় যাত্রী সাধারণ প্রতিবাদ করলেও উল্টো দাপট দেখিয়ে আসছে। ফলে তাড়াইল নান্দাইল চৌরাস্তা গামী যাত্রী সাধারণ চলাচল কালে এর দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে নাক মুখ বুজে প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা প্রায় নি:স্বাস বন্ধ করে যাতায়াত করতে হয়। উক্ত রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে পচা ডিমের দুর্গন্ধ অনেকেই নানা ব্যধিতে আক্রান্ত হয়ে পড়ে। বিগত ২০২৩ সনে পার্শ্ববর্তী উলুহাটি গ্রামের পাওয়ার জেনারেশন নামের একটা সংগঠনের সদস্যরা প্রতিকুল পরিবেশ সত্ত্বেও রিক্স নিয়ে এর সদস্যরা পরিবেশ দুষণ থেকে যাত্রী সাধারণ চলাচল নির্বিঘ্ন করতে এ ভাগাড় ভেঙে ফেলে। সম্প্রতি আবারও পঁচা ডিমের খোলস ফেলতে শুরু করে এবং পথচারীদের চলাচল যেন মরনফাদে পরিনত হয়।

সম্প্রতি উপজেলা প্রশাসন এর নির্বাহী দৃষ্টি আকর্ষণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠি লিখেন এর কুফল জানিয়ে। বিষয়টি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের দৃষ্টি গোচর হলে তাতক্ষনিক এর প্রতিকার হিসাবে উক্ত স্থানে একটি সর্তকীকরণ নোটিশ টানিয়ে দেন। এবং নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন।

এ বিষয় জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, খোলা জায়গায় যেখানে মানুষ চলাচল করে সে স্থানে পরিবেশ দুষণ করে নিজ স্বার্থে ব্যবহার করবে তা হতে পারে না। তা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে জিরো টলারেন্স। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।