আমির হোসেন (ঝালকাঠি): , আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (জুলাই-আগস্ট বিপ্লব) সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ঝালকাঠির ১০ শহীদ পরিবারের মাঝে ২০ লাখ টাকা অর্থ সহায়দা প্রদান করেছে ঝালকাঠি জেলা পরিষদ। চেক বিতরণ উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলার ৪ উপজেলার বাসিন্দা ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থী ও চাকুরিজীবীসহ নিহত মোট ১০ জনের পরিবারকে দুই লাখ টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন হুমায়ুন কবির ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জুলাই- আগস্ট বিপ্লবের রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইল ফলক হিসেবে বেচে থাকবে। নিহত শহিদ পরিবার এবং তাদের সন্তানদের পাশে দাড়াতে হবে রাষ্ট্রসহ আমাদের সবাইকে। মনে রাখতে হবে হাজার শহীদের কারনেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।