হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উচ্চ লাফে ১ম হলেন হরিরামপুরের জয়

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এ উচ্চ লাফ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ৫ম শ্রেনীর মেধাবি শিক্ষার্থী জয় রাজবংশী। তিনি হরিরামপুর উপজেলার বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

অজপাড়া গাঁয়ের দরিদ্র ঘড়ে বেড়ে ওঠা জয় রাজবংশী ছোট থেকেই ছিলো দুরন্ত, উদ্যমী ও মেধাবী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি ছিলো তার বিশেষ ঝোক। বিশেষ করে ফুটবল ও উচ্চ লাফে সে হয়ে ওঠে বিশেষ পারদর্শী। প্রথমে স্কুল পর্যায়ে, পরবর্তীতে উপজেলার বিভিন্ন পর্যায় ও সর্বশেষ জেলা পর্যায়ে উচ্চ লাফে প্রথম স্থান অর্জন করে সে।

জয় রাজবংশীর পিতা পরিতোষ রাজবংশী বলেন, আমার ছেলে ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ছিলো বেশ আগ্রহী। সে ছোট থেকেই স্কুলের সকল ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো, আমিও উৎসাহ দিতাম। আজ সে জেলা পর্যায়ে উচ্চ লাফে প্রথম হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা ঘোষ বলেন, জয় রাজবংশী দরিদ্র ঘড়ের দুরন্তপনা এক বালক। সে খেলাধুলায় খুবই পারদর্শী। পড়াশোনা ও খেলাধুলার বিষয়ে আমি সহ আমার বিদ্যালয়ের সকল শিক্ষক তাকে বিভিন্ন ভাবে সাপোর্ট করেছি। সে পর্যায়ক্রমে স্কুল, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে ও সর্বশেষ জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এ উচ্চ লাফে প্রথম স্থান অর্জন করেছে। তার এই অর্জনে আমরা গর্বিত, এবং আমি দৃঢ়ভাবে আশা করি ভবিষ্যতে সে বিভাগীয় পর্যায়েও ভালো কিছু করবে।