আরিফুর রহমান সুজন: , আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বেতাগীতে নিষিদ্ধ পলিথিন জব্দ : দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ পলিথিন বিক্রয় ও মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে
ভ্রাম্যমাণ আদালত। দুই ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া ৪০০ কেজি পলিথিন জব্দ এবং পরে বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, বেতাগী পৌর বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ইউএনও মো. বশির গাজী। এ সময় মো. জসিম নামে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ২৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় তাকে পলিথিন রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিধান বনিক নামে অপর ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ১৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বেতাগী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. বশির গাজী বলেন, “নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”