সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ৭ম আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫

আজ ২৩শে এপ্রিল, বুধবার সরকারি বাঙলা কলেজের,বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস)কর্তৃক আয়োজিত ৭ম আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ কামরুল হাসান স্যার এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর সায়মা ফিরোজ।

আর ও উপস্থিত ছিলেন, সরকারি বাঙলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব নাহিদা পারভিন। আর ও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

২০ টি দল নিয়ে অনুষ্ঠিত হয় এই আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন এবং রসায়ন বিভাগ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

সব শেষে নতুন কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়।