সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে সাদি ও জামিল

আজ ২৩শে এপ্রিল, বুধবার, সরকারি বাঙলা কলেজের, বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির কমিটি ঘোষণা করা হয়।

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি(বিসিডিএস) এর নতুন নেতৃত্বে সভাপতি মো রোকোনুজ্জামান সাদি ও সাধারণ সম্পাদক মুদাচ্ছির হোসেন জামিল।

এছাড়া বাকি সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি হোসাইন আহমেদ মারজান সহ-সাধারণ সম্পাদক রাবিয়া বর্সিরি সাথি, সাংগঠনিক সম্পাদক তানভীর উদ্দীন খান, অর্থ সম্পাদক তাসমিয়া তামিম, দপ্তর সম্পাদক শওকত জামিল সহ দপ্তর সম্পাদক উম্মে হাবিবা, প্রযুক্তি ও প্রচার সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ‌ অনুষ্ঠান সম্পাদক বুশরা জান্নাত বৈশাখী ‌ কার্যনির্বাহী সদস্যরা হলেন, ফারজানা মিম, মোহাম্মদ খালিফুজ্জামান , সাজ্জাদ হোসেন , মোঃ মাহামুদুল হাসান মামুন, শামীম মিয়া ও ইমন।

নবনির্বাচিত সভাপতি মোঃ রোকনুজ্জামান সাদী বলেন,””বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি(বিসিডিএস) এর মাধ্যমে একটি সৃজনশীল ও পরমতসহিষ্ণু এবং চিন্তা ভাবনার জাগরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবো বলে আশাবাদী। সেইসাথে বিশ্বাস করি বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস) কে দেশের অন্যতম বৃহৎ বিতর্ক সংগঠন হিসেবে প্রতিষ্ঠাই মূল লক্ষ্য।