
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুইজন কৃষক নিহত। এসময় আহত হয়েছেন আরো ৩ জন। তাঁরা কেউ কানে শুনতে পায়না বলে জানা গেছে।
নিহতরা হলেন, বাঙ্গরা বাজার থানাধীন কুরবানপুর গ্রামের মৃত: বীরচরণ দেবনাথের ছেলে নিখিল চন্দ্র দেবনাথ ও আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূইয়ার ছেলে জুয়েল ভূইয়া।
সোমবার বেলা সাড়ে ১১ টায় মুরাদনগর উপজেলার পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের কুরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কৃষক নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভূইয়া জমিতে ধান কাটার কাজ করতে যায়। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড়তুফানের সাথে বিকট শব্দে শুরু হয় এবং কৃষি জমিতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্হলেই বজ্রপাতে পৃষ্ট হয়ে দুই কৃষক নিহত হয়।
বছরের শুরুতে বজ্রপাতপৃষ্টে এক সাথে দুই কৃষক মৃত্যুর ঘটনায় জনসাধারণের মাঝে
শঙ্কা বিরাজ করছে।
এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, কৃষিকাজ করতে গিয়ে কোরবানপুর গ্রামে বজ্রপাতে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁদের মৃতদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।